প্রতিনিধি,কক্সবাজারঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (২২জুন) রাত ৯টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ছালামত উল্লাহ রানা (৫৭) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী। তিনি যুগান্তর কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির মেজভাই ।এ ছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলায়। তার মৃত্যুর বিষয়ে সাংবাদিক শফি জানান, গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাকে (ছালামত উল্লাহ রানা) গুরুতর অবস্থায় চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার দুদিনের মাথায় মৃত্যু হয় কক্সবাজারের আদালত অঙ্গনে পরিচিত এই মুখের।
আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ