সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে মোঃ সালাউদ্দিন (৫৪) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ী পাবনা জেলায়। রবিবার (২১ জুন) সকাল ৮টায় তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন ঢাকা সদর দপ্তরের রাজশাহী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ছিলেন । লকডাউনের পরথেকে তিনি বগুড়ায় পরিবারের সাথেই থাকতেন। এর আগে সালাউদ্দিন নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলী ছিলেন। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম বলেন, মোঃ সালাউদ্দিন করোনা পরীক্ষার জন্য টিএমএসএস এ গত ৩১ মে নমুনা দেন। পরেরদিন ১ জুন সেই নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ৪ জুন বিকেল ৪টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থেকে রবিবার সকালে তার মৃত্যু হয়। অপরদিকে সকাল ৮টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসলোশনে সাফিউল আলম (৫৯) নামে করোনা আক্রান্ত এক শিক্ষকের মৃত্যু হয়। এই নিয়ে অত্র জেলায় একই সময়ে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/২১ জুন’২০/এসএএইচ