সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা যাওয়ার সংখ্যা দাড়ালো ১ হাজার ৩৮৮ জনে। একই সময়ে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৩ জন। ফলে এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ১ লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে। শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪৩ জনের মাঝে। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১ লাখ ৫হাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ৭৮১ জন।ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ত্রিশোর্ধ্ব ৪জন, চল্লিশোর্ধ্ব ১০ জন, পঞ্চাশোর্ধ্ব ৯জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব ৪জন, ৮০ বছরের বেশি বয়সী ৩জন রয়েছেন। ৩২ জন মারা গেছেন হাসপাতালে এবং ১৩ জন মারা গেছেন বাসায়।
আলোকিত প্রতিদিন/১৯ জুন;২০/এসএএইচ