সংবাদদাতা,রাঙ্গাবালী: সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিভ-১৯) এর সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ লকডাউন পার করছে। ফলে জনসাধারণরা ভুগছেন দৈনিক চাহিদা পূরণে। অপরদিকে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন হ্রাস পাচ্ছে। এ বিষয় নিয়ে চিন্তিত জনগণসহ দেশের সরকার। এজন্য দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, জোন ভিত্তিক (রেড, ইয়েলো, গ্রীন) তা বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য পাওয়া পদক্ষেপ। বর্তমানে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাটি ভয়াবহ জোন (রেড, ইয়েলো) থেকে মুক্ত একটি জোন, যেটি হচ্ছে গ্রীন জোন। গত ১৫ জুন ২০২০ ইং রোজ সোমবার সিভিল সার্জন কার্যালয় (পটুয়াখালী) থেকে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত (স্মারক নং : সিএস/পটুয়া/প্রশাসন/২০২০/১৬৪৯) একটি প্রেস বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলার আওতাধীন ৮টি উপজেলার বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরা হয়। সেই তথ্যসূত্র থেকে পাওয়া রাঙ্গাবালী উপজেলা বর্তমান রেড-ইয়েলো মুক্ত একটি জোন। যেটি রাঙ্গাবালী উপজেলাবাসী মনে করেন তাদের জন্য এটি একটি কালজয়ী আশীর্বাদ।
আলোকিত প্রতিদিন/১৭ জুন ‘২০/এসএএইচ