আবু সায়েম,কক্সবাজারঃ করোনা ভাইরাস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের পাশাপাশি কক্সবাজারে আনুপাতিকহারে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষকে জনসচেতনতা এবং ঘরমুখো করতে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষথেকে কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ড এবং কক্সবাজারের অন্যান্য কয়েকটি উপজেলাকে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের এ রেড জোন বাস্তবায়নে একাগ্রচিত্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কক্সবাজার জেলা পুলিশ। ইতিমধ্যে মাঠে ময়দানে ঝুঁকি নিয়ে কাজ করায় কক্সবাজারে ৫০ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবুও থেমে নেই কক্সাবাজার জেলা পুলিশের মানবিক কার্যক্রম। কক্সবাজার জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন বিপিএম (বার) ,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোছাইন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম এবং কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবিরসহ পুরো টিম করোনা ভাইরাসের শুরু থেকে লকডাউন পর্যন্ত নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারে খাবার পৌঁছানো,জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম, হতদরিদ্র পথশিশু ছিন্নমূল এবং পাগলদের মাঝে খাবার বিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস,স্থানীয় ভাষায় মাইকিং করে জনসচেতনতা, লিফলেট বিতরণসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করে যাচ্ছেন। জীবনের মায়া ত্যাগ করে কক্সবাজার জেলাবাসীকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য জেলা পুলিশ দিন রাত ২৪ ঘন্টা কাজ করে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন এর নির্দেশে সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবিরের নেতৃত্বে করোনা ভাইরাসরোধে মাঠে ময়দানে মানুষকে সচেতনতা এবং ঘরমুখো করতে কক্সবাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট স্থাপন করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং শক্ত অবস্থানে থেকে করোনা সংক্রমণরোধে ভূমিকা পালন করছেন। বর্তমানে কক্সবাজার জেলা পুলিশের টিম চমৎকার কাজ করছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যেকটি পুলিশ কর্মকর্তা সৃজনশীলতার বহিঃপ্রকাশ। মানবকল্যাণে নিয়োজিত থেকে বাস্তবায়ন করছেন সৃষ্টিশীল নানামুখী সেবামূলক কার্যক্রম। তারই অংশ হিসেবে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্তস্থাপন করে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। গতকাল (১৬ জুন) মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের সামনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসটির শুভ সূচনা করে জেলাবাসীর করোনা রোগীদের জন্য উন্মুক্ত করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন। এসময় কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) রেজওয়ান আহমেদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র মতে, করোনা ভাইরাস পরিস্থিতিতে কক্সবাজার জেলা পুলিশ “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ স্লোগান কে ধারণ করে সর্বদা প্রত্যক্ষভাবে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। সৃষ্টিশীল এবং সৃজনশীলতার জোরে মানবিকতার দিকে নজর দিয়ে চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। পুলিশের এমন উদারতা দেখে ইতিমধ্যে কক্সবাজারে এ অ্যাম্বুলেন্স সার্ভিসটি সুনাম কুড়িয়েছে। দেশের চলমান এমন পরিস্থিতিতে পুলিশের এমন কার্যক্রমকে জেলাবাসী কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছেন। অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোছাইন বলেন, শুধুমাত্র করোনা রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। এই সেবা পেতে করোনা রোগীর পরিবারের পক্ষ থেকে পুলিশের ০১৭২৭-৬৬৬৬৬৬ নম্বর এবং ০৩৪১-৬৪০৪৮ টিএনটি ফোনে যোগাযোগ করে অবগত করতে হবে। দিন রাত ২৪ ঘন্টা ফোন ২ টি খোলা থাকবে। এ ব্যাপারে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন বিপিএম( বার) বলেন,কক্সবাজার জেলা পুলিশ মানবসেবায় সর্বদা নিয়োজিত আছেন। করোনা ভাইরাসের শুরু থেকে বর্তমান লকডাউন ও রেড জোন ঘোষণা হওয়ার পর থেকে মাঠে ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে জেলা পুলিশের ৫০ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মানুষের দুঃখ দুর্দশা এবং বর্তমান পরিস্থিতিতে কষ্ট দেখে ভোগান্তি রোধে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের আক্রান্তের দিক দিয়ে কক্সবাজার চতুর্থ অবস্থানে রয়েছেন। নিজের জীবন, পরিবারের সুখ শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে অধিকতর সচেতন এবং ঘরে থাকার আহ্বান জানান। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে।
আলোকিত প্রতিদিন/১৭ জুন ‘২০/এসএএইচ