সংবাদদাতা,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল আখতার (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃতু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল আখতার হচ্ছেন, বারঘরিয়া নতুন বাজার এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। এ সময় ইউসুফ ও হাকিম নামে দু’জন রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বারঘরিয়ায় শশুর বাড়িতে থাকতেন। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান পিপিএম জানান, বারঘরিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সাটারিংয়ের কাজ করার সময় লোহার রড বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, নিহত বাবুল আখতার রানা এর আগে ভোলাহাট উপজেলায় আনসার ভিডিপি’র সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে সেই চাকরি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী হিসেবে যোগদান করেন।
আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ