ফরিদপুর মধুখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

0
353

সংবাদদাতা,ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে কোরকদি ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচার নির্যাতন ও ঘরবাড়ী ভাংচুরের প্রতিবাদে ও চেয়ারম্যানের বিচার এবং অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ জুন) রোববার বেলা সাড়ে ১২ টায় কোরকদি ইউনিয়নের কাটাখালী গ্রামের দাউদের চাতালের সামনে ঘন্টা ব্যাপি প্রায় অর্ধসহাশ্রাধিক মানুষের মানববন্ধন ও বিক্ষোভে চেয়ারম্যান মো. মুকুল হোসেনের অপসারণ , বিচার এবং সাধারন মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহরাব হোসেন শেখ, ভুক্ত ভোগি মো. আবুল হাসেম শেখ, মোঃ কুরাদ মুন্সী,আয়সা বেগম,সুমাইয়া, মুন্নী,আংগুরা বেগমসহ অনেকেই। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ৯ জুন রোপনকৃত মরিচ গাছের ক্ষতিসাধনকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। উপজেলার কোরকদি ইউনিয়নের চরবাশপুরের আব্দুর রহমানের রোপনকৃত মরিচের চারা বর্তমান চেয়ারম্যানের লোকজন উঠিয়ে ফেলে। উক্ত ঘটনায় মধুখালী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে আসার পর মকুল বাহিনী তাদের মারপিট করে গুরুতর আহত করে। সন্ত্রাসী হামলায় আব্দুর রহমান, সিদ্দিক মুন্সী ও মোসাঃ ছবেদা বেগম গুরুতর আহত হয়। বর্তমান আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তাদের অবস্থা আশংকাজনক।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here