সংবাদদাতা,কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা’র একটি অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনাকালে মাইক্রোবাসের প্রপেলার শ্যাফ্টের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ১৪,২৬৫ (চৌদ্দ হাজার দুইশত পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউছিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩৬) এবং একই উপজেলার ডেমসা গ্রামের মোজাফফর আহমদের ছেলে মোঃ আরাফাত উল্লাহ (২৮)। অপরদিকে জেলা সদর দক্ষিণ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানকালে কাভার্ড ভ্যানের কেবিনে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে বাগেরহাট জেলার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ ইমরান (২২) কে ২০০’শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, দীর্ঘদিন যাবৎ তারা দেশের বিভিন্নস্থানে মাদকদ্রব্য পাচার, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব সূত্রে জানা যায়।
আলোকিত প্রতিদিন/১৫ জুন ‘২০/এসএএইচ