প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরও ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ২৯৬ জনে। শনিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, গত ৭ জুন করোনা শনাক্তকরণের পরিক্ষার জন্য ১৩৮টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৩ জন রোগী করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২ জন (টাঙ্গাইল পৌরসভাধীন কলেজ পাড়া ১ এবং পুলিশ লাইন ১) নাগরপুর উপজেলায় ১ জন (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ১) ঘাটাইল উপজেলায় ১ জন (শান্তিনগর ১) এবং মির্জাপুর উপজেলায় ৯ জন (মির্জাপুর বাজার ১, ভাওড়া ইউনিয়নের ভাওড়া দেওয়ানপাড়া ১, পাহাড়পুর ১, বানাইল ইউনিয়নের ভাবখন্ড ৩, গোড়াই ইউনিয়নের গোড়াই ২, ক্যাডেট কলেজ ১)। টাঙ্গাইলে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৬ জন। এর মধ্যে মির্জাপুর ৬৪, সদর ৪৩, নাগরপুর ৩১, কালিহাতী ২৬, দেলদুয়ার ২৬, মধুপুর ২৫, ধনবাড়ী ১৮, ঘাটাইল ১৮, গোপালপুর ১৭, ভূঞাপুর ১২, সখিপুর ১২ এবং বাসাইল ৪। একই সময়ে টাঙ্গাইলে ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ঘাটাইলে ২, মির্জাপুরে ১, ধনবাড়ীতে ১, সদরে ১ এবং দেলদুয়ারের ১ জন রয়েছেন । এদিকে জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৮ জন। এদের মধ্যে ভূঞাপুর ৭, নাগরপুর ১০, মির্জাপুর ১৩, মধুপুর ৪, সদর ১২, সখিপুর ৭, গোপালপুর ৭, ঘাটাইল ৪, ধনবাড়ী ৪, দেলদুয়ার ১১, বাসাইল ২ এবং কালিহাতী ৭ জন রয়েছেন।
আলোকিত প্রতিদিন/১৩ জুন ‘২০/এসএএইচ