সংবাদদাতা,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে সজিব হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২জুন) সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সজিব হোসেন উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দলুইপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। নানার বাড়ি পার্শ্ববর্তী কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া বেড়াতে গিয়েছিলো নিহত সজিব। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস। ওসি জানান, ‘সজিব হোসেন খোরদো হাইস্কুলের ৯ম শ্রেনির ছাত্র। সে তার নানা পানিকাউরিয়া গ্রামের সোলায়মান গাজীর বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার সকালে মাছ ধরাতে গিয়ে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।’ কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, ‘বজ্রপাতের ঘটনায় আহত সজিবকে সাথে সাথে কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ দলুইপুর গ্রামের স্কুল শিক্ষক আহাদ আলী জানান, ‘সজীব তার নানাবাড়ি বেড়াতে যায়। সেখানে শুক্রবার সকাল ৯টার দিকে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত হলে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ সজীবের এমন মৃত্যুতে নানাবাড়িসহ দেয়াড়া ও দলুইপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলোকিত প্রতিদিন/১৩ জুন ‘২০/এসএএইচ