বগুড়ায় করোনায় আরও আক্রান্ত ৮৮, মোট ৮৭৮

0
399

সংবাদদাতা,বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪ শিশুসহ আরও ৮৮জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বগুড়ায় এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর মধ্যে পুরুষ ৬১জন, মহিলা ২৩জন এবং শিশু ৪জন। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৯টায় বগুড়ার সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর ১৮৮টি নমুনার ফলাফলে বগুড়ায় নতুন ৫১জন এবং টিএমএসএস এর ৭৫টি ফলাফলে বগুড়ার ৬৭ টি নমুনার মধ্যে থেকে নতুন ৩৭ জনসহ জেলায় মোট ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে অত্র জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৭৮জনে। এদের মধ্যে ৭২জন সুস্থ এবং ৮ জনের মৃত্যু হয়েছে। ৮৮ জনের মধ্যে ১থেকে ১৮ বছরের নিচে ৪জন, ১৮ থেকে ৪০ বছরের ৩৯জন, ৪১ থেকে ৫০ বছরের ২৯জন, ৫১ থেকে ৭০ বছরের ১৪জন এবং ৭০ থেকে ৮০ বছরের ২জন রয়েছে। বগুড়ার সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৮জনের মধ্যে সদরেই ৭৩জন রোগী শনাক্ত হয়েছে। এরা বেশিরভাগই জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী ও ফুলবাড়ি এলাকার বাসিন্দা। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে শাজাহানপুরে ৭জন, নন্দীগ্রামে ৩জন, গাবতলীতে ৩জন ও আদমদীঘিতে ২জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। এদের মধ্যে কারও অবস্থা জটিল হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here