যশোরের সাংসদ রণজিত করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে

0
461

::প্রতিনিধি, যশোর::

সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজেটিভ আসে। ওই রাতেই তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন করোনাতথ্যে তার বিষয়ে নিশ্চিত করেছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিতের ছেলে বাঘারপাড়া যুবলীগ নেতা রাজিব রায় জানান, তার বাবাকে রাত একটার দিকে সিএমএইচ-এ- ভর্তি করা হয়েছে। আপাতত এই হাসপাতালেই তার চিকিৎসা চলবে। দরকার হলে ঢাকায়ও নেওয়া হতে পারে।

যবিপ্রবি জেনোম সেন্টারে সন্দেহভাজন করোনারোগীদের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার কাজে নিয়োজিত টিমের বর্তমান লিডার ড. হাসান আল ইমরান জানান, ৮ জুন সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে যশোরের সিভিল সার্জন আটটি নমুনা অ্যাম্বুলেন্সযোগে পাঠান। দুপুর একটার দিকে কাজ শুরু করে তার (ড. ইমরান) নেতৃত্বাধীন যবিপ্রবির একটি বিশেষ টিম। রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যে রিপোর্টগুলো পরীক্ষার কাজ শেষ হয়। এর পরপরই ফলাফল জানিয়ে দেওয়া হয় সিভিল সার্জনকে।

রাত সাড়ে ১২টার দিকে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সন্দেহ হওয়ায় সোমবার (৮জুন) ওই বাসভবন থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এমপিসহ তার পরিবারের আটজনের নমুনা সংগ্রহ করেন। সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে পাওয়া ফলাফলে দেখা যায়, এমপি রণজিত করোনাভাইরাসে আক্রান্ত। তবে সাংসদ রণজিত বাদে অন্যান্যদের বিষয়ে তথ্য জানাননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here