যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পক্ষে দিনে ত্রাণ, রাতে সহযোগিতা করা হবে : জ্যেষ্ঠ সহ-সভাপতি মধু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

::জোছনা মেহেদী::
রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে দিনে ত্রাণ, রাতে সহযোগিতার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু। তিনি বলেছেন, যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিলের পক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মানুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সতর্কতা ও সাবধানতার সঙ্গে নিজে বাঁচুন, অপরকে বাঁচান।’

মধু বলেন, ‘আমরা দিনে সব শ্রেণির অসহায়দের মাঝে হাতে হাতে ত্রাণ দেবো। আর যারা লোক সম্মুখে আসতে পারছেন না, তাদের খুঁজে রাতে সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।;
গতকাল শুক্রবার (৬ জুন) যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে দক্ষিণ যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু রাজধানীর শ্যামপুর থানার ৫১ ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন। মীর হাজারীবাগ মাদ্রাসা প্রঙ্গনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বসতে দিয়ে পরে অসহায়দের হাতে এই ত্রাণ তুলে দেওয়া হয়। সারা দিনের কর্মসূচিতে ৫০০ পরিবারের হাতে ত্রান তুলে দেওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর হাবীবুর রহমান হাবু মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মহিলা কাউন্সিলর জহুরা খাতুন জবা, দক্ষিণ মহানগর যুবলীগ সহ-সম্পাদক ইমরান খান, শেখ তিতাস, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম বাবু, আহসান উল্লাহ রাসেল, হাজী রফিকুল ইসলাম রুবেল প্রমুখ। এক ঝাঁক তরুণকে নিয়ে ত্রাণ বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা কাজী সাজিদুর রহমান অন্তু।

- Advertisement -
- Advertisement -