বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

0
369

সংবাদদাতা,বগুড়া: বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ প্রামানিক মিষ্টারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুন) বেলা ১১ টায় শহরের শাকপালা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানান ,মোঃ আবু হানিফ প্রামানিক মিষ্টার প্রতি শুক্রবার শাকপালা মোড়ের ওই মসজিদে বেলা ১১ টায় অযু করে মসজিদে ঢুকে কুরআন তেলাওয়াত করে জুম্মার নামাজ আদায় করেন। প্রতি শুক্রবারের ন্যায় আজকেও তিনি অযু করে মসজিদে ঢুকছিলেন কিন্তু হঠাৎ মসজিদে প্রবেশের পথে পিছন থেকে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে সেখানে তার মৃত্যু হয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, কে বা কাহারা,কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত করে অল্প সময়ের মধ্যে আসামীদের বিচারের আওতায় আনা হবে। এদিকে মিষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তসহ জেলা শাখার নেতৃবৃন্দ। সেইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

আলোকিত প্রতিদিন/৫ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here