সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ সাগর (১৮) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গত (৪ জুন) বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩০ এ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাহেবগঞ্জ ঘাট এলাকা থেকে সাগরকে আটক করে। এসময় তার নিকট থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩২ হাজার টাকা। সাগর গোবিন্দগঞ্জ উপজেলার গোসাইপুর গ্রামের সাইদুল গাছুর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান বলেন, সাগর একজন ছাত্র। টাকার বিনিময়ে তিনি ইয়াবা সরবরাহের কাজ করেন। গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৫ জুন ‘২০/এসএএইচ