সংবাদদাতা,সাতক্ষীরা: করোনা (কভিড -১৯) ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।জানা যায়, (৩ জুন) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মৃত নারীর নাম আখিরন বিবি (৪৩) তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী ও বিনেরপোতা গ্রামের রহমত আলীর মেয়ে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিস নিয়ে আখিরন বিবি বুধবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তবে ভর্তির সময়ে তার ডায়বেটিসের মাত্রা খুব বেশী ছিল (৪০ পয়েণ্ট)। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডাঃ ভবতোষ জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া যথাযথ নিয়ম মেনেই তার লাশ দাফন করা হবে।
এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে সাতক্ষীরা জেলায় বুধবার পর্যন্ত মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আলোকিত প্রতিদিন /৩ জুন ‘২০/এসএএইচ