সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৮।আজ (১ জুন)সোমবার গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের ১ জন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য, ২ জন গোবিন্দগঞ্জ উপজেলার।ফলে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১০ , ফুলছড়ি উপজেলায় ১ , সাঘাটা উপজেলায় ৩ ,পলাশবাড়ি উপজেলায় ৫ , গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ , সুন্দরগঞ্জ উপজেলার ৩ এবং সাদুল্লাপুর উপজেলায় ৮ জন রয়েছে । গোবিন্দগঞ্জে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনসহ জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য দুটি এ্যাম্বুলেন্স ও দুটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১শত বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে।
আলোকিত প্রতিদিন/১ জুন ‘২০/এসএএইচ