সংবাদদাতা, সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আল-আমিন (৩২) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। আজ (৩১ মে) রোববার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি গ্রামের মুজিবর রহমান গাজীর পুত্র। এ ঘটনায় একই গ্রামে আনিছুর গাজীর ছেলে ফয়সাল (১২) এবং সফিকুল সরদারের ছেলে সুমন (৯) মারাত্মকভাবে আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী নিহতের মামা আইয়ুব আলী জানান, ফয়সাল ও সুমন বাড়ী সংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে মাঠে পড়ে গেলে উভয়ে বিদ্যুতায়িত হয়। এ ঘটনা আল-আমিন দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিন কে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক মৃত ঘোষনা করেন এবং আহত ফয়সাল ও সুমনের অবস্থা আশংকাজনক বলে জানান।
আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ