::সংবাদদাতা, সাপাহার (নওগাঁ)::
নওগাঁর সাপাহারে ব্যক্তি উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া আরও ৮০ অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার মরহুম আফতাবুজ্জামান (এসপি) ও মরহুম বদিউজ্জামানের পরিবারের পক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ‘আব্দুল জলিল স্মৃতি সংঘ আশড়ন্দ বাজার আইহাই’য়ের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু এসব উপহার বিতরণ করেন। এর আগে ১৩৫ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।