::ফারুক হোসাইন, নোয়াখালী:
হত দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লুৎফুন্নাহার মুন্নি। ইতোমধ্যে উপকৃত হয়েছেন ২শতাধিক অসহায় পরিবার। অব্যাহত এই কার্যক্রমে অনেকটাই স্বস্থি ফিরেছে বেগমগঞ্জের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবার। উপকারভোগীরা মনে করেন, ওয়ান ইলাভেনে রাজপথের এই নেতা তাদের গর্ব। তিনি তার সাধ্যমতই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মুন্নি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের যতটুকু সম্পদ আছে তা থেকে সামর্থনুযায়ী মানুষের মাঝে দাঁড়াতে পেরে সত্যি আমি আনন্দিত এবং গর্বিত।’ ত্রাণ কার্যক্রমে বেগমগঞ্জের বিত্তশালীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
মুন্নি বলেন, ‘এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাওয়া প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঠিক নির্দেশনায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ জনগণের পাশে আছে। বৃত্তবানরা পাশে আছেন। তবে সব বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তবে বাংলাদেশের একটি মানুষও ক্ষুদায়-যন্ত্রণায় কষ্ট পাবে না।’
জানা যায়, লুৎফুন্নাহার মুন্নির ত্রান প্রতি প্যাকেজে ৫কেজি চাল, আলু, সয়াবিন তৈল, ছোলা, সেমাই, পেঁয়াজ ছিল।