:: নিজস্ব প্রতিবেদক ::
করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সূচি আরও একধাপ বাড়তে পারে। বেসামরিক বিমান চলচাল কর্তৃপক্ষ বেবিচক) বুধবার এতথ্য জানিয়েছে। বেবিচকের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী শনিবার পর্যন্ত প্রায় দেড়মাসের বেশি সময় ১৭টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে বন্ধ আছে যাত্রীবাহী ফ্লাইট। বুধবার সরকার সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করে। এ কারণে বৃহস্পতিবার ফের বাড়তে পারে বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ। এ ব্যপারে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, দিনদিন বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী শনিবার পর্যন্ত কয়েক দফা বৃদ্ধি করা হয় বিমান চলচল নিষেধাজ্ঞার সময়সূচি। প্রায় ড়েমাসের বেশি সময় ১৭টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে বন্ধ আছে যাত্রীবাহী ফ্লাইট।
তিনি বলেন, বুধবার সরকার কর্তৃক ঘোষণা দেওয়া হয় আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ। ফলে বিমান চলাচল এ নিষেধাজ্ঞার সময়সূচি আরও একধাপ বাড়তে পারে। তবে বৃহস্পতিবার এ বিষয়ে পুরোপুরি জানা যাবে।