নিরবে ত্রাণ বিতরণ করছেন ইকবাল মাহমুদ বাবলু, উপকৃত সহস্রাধিক পরিবার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

:: ফারুক হোসাইন, নোয়াখালী::
নিরবেই ত্রাণ বিতরণ করে চলেছেন যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের অ্যালামনাই এ্যাসোসিয়াশন সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। ইতোমধ্যে উপকৃত হয়েছেন সহস্রাধিক পরিবার। অনেকটাই স্বস্তিতে রয়েছেন এসব পরিবার। অব্যাহত এই ধারায় আশ্বস্ত হয়েছেন আরও অনেকে।
জানা যায়, নোয়াখালীর সদর উপজেলার পশ্চিমাঞ্চলের ১০টি স্কুল ও একটি কলেজের প্রায় ১০৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ইকবাল মাহমুদ বাবলু মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহারসমাগ্রী বিতরণ করেছেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মধ্যবিত্তদের মধ্যে তিনি এই ত্রাণ বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ও সমাজে চাইতে না পারা লোকজনকে চিহ্নিত করে উপহারসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেন এই নেতা।
ইকবাল মাহমুদ বাবলু তার বক্তব্যে বলেন, ‘এটা কোন ত্রাণ নয়, এটা আমার পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। যদি আপনারা গ্রহণ করেন তাহলেই আমি কৃর্তজ্ঞ।’ তার এমন বক্তব্যে কষ্টে থাকা উপস্থিত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে নেমে আসে আনন্দ অশ্রুধারা। অত্যান্ত সুশৃঙ্খলভাবে সামজিক দূরত্ব বাজায় রেখে যার যার উপহার সামগ্রীগুলো নিয়ে যান তারা।
উপহারসামগ্রীতে জনপ্রতি ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবণ, তেল, সাবান, বুট, খেজুর ও ছোলাসহ সর্বমোট ১৭ কেজির একটি প্যাকেজ।

- Advertisement -
- Advertisement -