:: প্রতিনিধি, নিউইয়র্ক::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন- রেস্টুরেন্ট ব্যবসায়ী সমীর চন্দ্রদেব (৫৪) এবং কয়সর আহমেদ (৭২)।
হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানান, টানা ১৪দিন নিউ ইয়র্কের কর্নেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ৩ মে ভোর ৬টায় মারা যান সমীর চন্দ্রদেব (৫৪)। একইদিন বিকেল সোয়া ৫টায় এলমহার্স্ট হাসপাতালে মারা যান ইস্ট এলমহার্স্ট এলাকার অধিবাসী এবং মৌলভীবাজারের সন্তান কয়সর আহমেদ।