প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়

0
515

:: সংবাদদাতা, খুবি ::
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এক পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এই সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলিয়ে যৌথভাবে মোট ১৫ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here