:: প্রতিনিধি, নারায়ণগঞ্জ ::
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে; কিন্তু তিন সপ্তাহ আগে জেলাটিকে অবরুদ্ধ ঘোষণা করা হলেও তা এখনও ঠিকমত কার্যকর হচ্ছে না। জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘শনিবার নাগাদ এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে শতভাগ লকডাউন কার্যকরের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’
মহামারী ঠেকাতে গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে আইএসপিআর। কিন্তু জেলা শহর ও প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে লোকজনের আনাগোনা কম থাকলেও পাড়া-মহল্লায় লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। তারা ভিড় করে চলাফেরাও করছে। প্রশাসনও তা স্বীকার করছে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘লকডাউন সেভাবে কার্যকর হচ্ছে না। মানুষ সচেতন নয়। নানা অজুহাতে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। মানবিক কারণে আমরা বল প্রয়োগ করতে পারছি না।’
এদিকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত এ জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া ৪৬ জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ জেলায় মৃত্যু হয়েছে নারীসহ ৪৬ জনের। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২ জন।’