::সংবাদদাতা, নিউইয়র্ক::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপির এক নেত্রী মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ১৯৩। মারা যাওয়া বাংলাদেশির নাম রাশেদা আহমেদ মুন (৪৬)। দেশের বাড়ি পাবনা, তিনি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করতেন।
প্রায় চার সপ্তাহ লং আইলান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান বলে জানান ‘বাংলাদেশ সোসাইটির’ কর্মকর্তারা। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছেন অপর এক বাংলাদেশি। তার নাম কবীন্দ্রনাথ সেন (৬৮)। তিনি ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখার অন্যতম সভাপতি। গত সপ্তাহে পরিষদের অপর অংশের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস মারা যান।
নিউইয়র্কে করোনায় বিএনপি নেত্রীর মৃত্যু

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -