ফেইসবুকে প্রচারিত সাংবাদিকদের জন্য চাল বরাদ্দের খবর গুজব

0
471

:: নিজস্ব প্রতিবেদক::

সাংবাদিকদের জন্য সরকার এককালীন ৩০ কেজি করে চাল বরাদ্দ করেছে বলে ফেইসবুকে যে ‘খবর’ ছাড়ানো হয়েছে তাকে গুজব হিসেবে চিহ্নিত করেছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ সেল’ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘Mostafizur Rahman Sumon, Shahin Hasnat সহ আরও কয়েকটি ফেইসবুক আইডি থেকে ‘তাজা খবর’ শিরোনামে ওই গুজব রটানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া তালিকা হতে সীমিত সংখ্যক সাংবাদিক ৩০ কেজি করে চাল পাওয়ার কথা বলছে। এটি একটি জঘন্য গুজব। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ ধরনের গুজব রটানো শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে এ ধরনের গুজবের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়েছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সহায়তা চেয়ে গত ২১ এপ্রিল তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করে বিএফইউজে ও ডিইউজে। অন্যদিকে কোভিড-১৯ মহামারীর মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল; যদিও দুই দিনের মাথায় তা প্রত্যাহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here