চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে ব্যবহৃত ১৪টি কম্পিউটারের মনিটর চুরি হয়েছে। একই সঙ্গে ছয়টি সিপিইউ বাইরে এলোমেলো পড়ে থাকতে দেখা যায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা গ্রন্থাগারের জানালা কাটা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।