ঈদের দিনে । চৈতালি দাস মজুমদার
ঈদের দিনে
চৈতালি দাস মজুমদার
ঈদ আসবে রোজা শেষে
সবার ঘরে ঘরে।
ঈদের খুশি চাঁদের হাটে
নতুন উপহারে ।
ঈদ মানে তো খোকা-খুকুর
নতুন জামা পরা ,
মায়ের হাতে মন্ডামিঠাই
চালের রুটি করা।
ঈদের দিনে খুশির আমেজ
ধ্বনী লোকের ঘরে,
রহিম চাচার বৌ এর কথা
বড্ড মনে পড়ে ।।
চোখের জলে ভাসিয়েছিল
সেদিন ঈদের দিনে ,
বলেছিল খোকার কথা
বড্ড পড়ে মনে।
এমনি এক ঈদের দিনে
হারিয়েছিল খোকা,
হাজার লোকের ভিড়ের মাঝে
পায়নি যে তার দেখা ।
সবার ঘরে ঈদের দিনে
খুশির কলোতান ,
চাচার ঘরে অন্ধকারে
জমা অভিমান ।
প্রজাপতি পেখম মেলে
উড়ছে বনে বনে ,
ঈদের খুশি বছর শেষে
সবার মনে মনে ।
পাখিরা সব ঈদের ভোরে
করছে ডাকাডাকি ,
আকাশেতে চাঁদ দেখতে
বাকি আছে নাকি?
সকাল বেলা স্নান সেরে
নতুন পোশাক পরে,
ঈদগাহেতে নামাজ পড়ে
ফিরবে যে যার ঘরে ।
বন্ধুত্বের বন্ধনে আজ
ভাই’রা আলিঙ্গনে ,
খুশির সুবাস ছড়ায় দেখি
সবার মনে মনে ।
পবিত্র এই ঈদের দিনে
সবাই ভালো থেকো ,
আল্লাহতালা সবাইকে তুমি
সুখ শান্তিতে রেখো।
আলোকিত প্রতিদিন/২ জুন’১৯/জেডএন