আবারো মিছিল-স্লোগানে মুখরিত পল্টন
সকাল পেরিয়ে দুপুর ১২টা বাজতে না বাজতেই বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় দলীয় কার্যালয় হাজারও নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ট্রাকে বাদ্যবাজনাসহ বিভিন্ন নেতার পোস্টার ব্যানার নিয়ে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন কর্মীরা।
নেতাকর্মীদের ভিড়ে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় দলীয় কার্যালয় থেকে কর্মীদেরকে যানবাহন চলাচলের সুযোগ করে দিতে মাইকে ঘোষণা আসে। মাইকে এ আহ্বান আসার পর কিছু কর্মীকে স্বেচ্ছাসেবক হয়ে যানবাহন চলাচল করার সুযোগ করে দিতে চেষ্টা করতে দেখা যায়। তবে ভিড় বেশি হওয়ায় যানবাহন চলছে কচ্ছপ গতিতে।
দুপুর হলেও বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। তবে বিজয়নগর ও ফকিরাপুল মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়।
সকালের দিকে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক কাটতে থাকে। বেলা সোয়া ১১টার দিকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয় ঘুরে যান। দুপুর সাড়ে ১২টায় বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে মিছিল বের হয়।
আলোকিত প্রতিদিন/১৫ নভেম্বর/আরএ