আজ বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযুক্ত সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ধন্যবাদপত্র প্রদান 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নোয়াখালী প্রতিনিধি:

বহুল আলোচিত নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ মহিবুস সালাম খানকে এবার ধন্যবাদপত্র দিয়ে পুরস্কৃত করলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন। এর আগে জাতীয় পতাকা অবমাননা ও স্বাস্থ্য সেবা বন্ধ করে বর্ষপূর্তি উদযাপন, দূর্নীতির নানা অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীর মানববন্ধনসহ একাধিক অভিযোগে অভিযুক্ত ডাঃ মহিবুস সালাম খানের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত করছে। তদন্ত চলাকালীন বিভাগীয় পরিচালকের এমন ধন্যবাদ পত্র পেয়ে অভিযুক্ত ডাঃ মহিবুস সালাম খান ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আনন্দ উচ্ছ্বাস করছে। ডাঃ মহিবুস সালাম খান তার ভেরিফায়েড ফেসবুকে শোকরিয়া জ্ঞাপন করে অভিনন্দনপত্রটি জুড়ে দিয়ে একটি স্ট্যাটাস দেন। অপর একটি সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত ডাঃ মহিবুস সালাম খানকে অভিযোগ থেকে রেহাই দিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে যাচ্ছে। তাদের কাজের ফলস্বরূপ এমন ধন্যবাদপত্র বলে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। একাধিক অভিযোগে অভিযুক্ত ও তদন্ত চলাকালীন ডাঃ মহিবুস সালাম খানকে ধন্যবাদপত্র দেয়া সমীচিন কিনা এমন প্রশ্নে জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বলেন, পরিচালক স্যার আকর্ষিক পরিদর্শনে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেবার মান দেখে সন্তুষ্ট হয়ে তিনি ধন্যবাদপত্রটি দিয়েছেন। এতে তদন্ত কাজে কোনরকম প্রভাব পড়বেনা বলে জানান। এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিনকে মুঠোফোনে জানতে যোগাযোগ করা হয়। তিনি এ প্রতিবেদককে জানান ডাঃ মহিবুস সালাম খানের বিরুদ্ধে কোন তদন্ত চলছে এটা তিনি জানতেন না। কর্মস্থলে নতুন যোগদান করেছেন। তবে তার ধন্যবাদপত্রটি তদন্ত কাজে কোন প্রভাব পড়বেনা বলে আশ্বস্ত করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -