আজ বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত খানসামা জিয়া সেতু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ফারুক আহম্মেদ 

দিনাজপুরের খানসামা জিয়া সেতুর দু’পারে ঈদের দিন বিকেল হতে ভ্রমন পিপাসুরদের ঢল ঈদের চতুর্থ দিনেও অব্যাহত রয়েেছ। খানসামা জিয়া সেতু দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে সেতুর পূর্ব ও পশ্চিম পাড়। হাজার হাজার নারী ও পুরুষ প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে বিনোদনের কেন্দ্র হিসেবে জিয়া সেতুর উপর ভিড় করতে আসে।
ভারত থেকে বয়ে আসা খানসামা আত্রাই নদীতে জেলেদের নৌকায় উঠে কিছু দূর ঘোরাফেরাটাই হলো ভ্রমন পিপাসুদের শখ। আসলে এটি কোন বিনোদন কেনদ্র নয়, তবুও মানুষ বছরের দু’ঈদে এখানে দূর-দূরান্ত থেকে এসে মিলিত হয়। ঈদের দিন হতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ছেলে-মেয়েরা সেতুতে এসেছেন ঈদ আনন্দ করতে, কেউ বা নদীর ধারে মুক্ত বাতাসে প্রকৃৃতির সৌন্দর্যের লীলা নিকেতন ভূমির ঘাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। দিনাজপুর জেলার উত্তর সীমানায় অবস্থিত খানসামা উপজেলার কোল ঘেষে আত্রাই নদী কুলকুলু ধ্বনিতে বহমান এ নদীর উপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ জিয়া সেতুতেই বিনোদনের জন্য সকলে ভিড় করতে আসেন।

আলোকিত প্রতিদিন/ ১৩ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -